অত্যন্ত সুন্দর এবং জাকজমক পূর্ণ ভাবে শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুনামেন্ট জার্সি বিতরণ এবং পুরস্কার উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী সোমবার ২৪শে জুন ২০২৪ রিজেন্ট লেক ব্যানিকুয়েটিং হলে।
এ বিষয়ে আরাফাত রহমান অন্যতম সদস্য সরফরাজ শরফু এবং আবু নাসের শেখ জানান আমরা এবারের অনুষ্ঠানটি অতীতের চেয়ে আরো বড় পরিসরে করতে যাচ্ছি এবং সর্বোচ্চ সুন্দর টুনামেন্ট উপহার দিতে পারবো বলে আমাদের বিশ্বাস।
এ সময় তারা আরো জানান, এ বছর ট্যাপ বল দিয়ে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি এবং আগামী বছর আরাফাত রহমান কোকো ক্রিকেট বল দিয়ে সপ্তম বারের মতো ক্রিকেট আয়োজন করবে আমরা।
জার্সি বিতরণ এবং পুরস্কার উন্মোচন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে সবাইকে অনুষ্টানে আসার আমন্ত্রন জানান এবং মাঠে এসে খেলা দেখার অনুরোধ করেন।